আদাবুল মুআল্লিমীন
Click Image for Gallery
প্রকৃতপক্ষে শিক্ষকতার চেয়ে সম্মানজনক কোনো পেশা পৃথিবীতে নেই। আর সেটা যদি হয় কুরআন-সুন্নাহ ও দ্বীনী ইলমের শিক্ষকতা, তাহলে তো সোনায়-সোহাগা।
যদিও শিক্ষকতার পেশা সবচেয়ে সম্মানজনক। কিন্তু এটা অত্যন্ত কঠিন ও দায়িত্বপূর্ণ পেশাও বটে। যদি নিয়ম রক্ষা করে, হৃদয়ে দায়িত্বানুভূতি জাগ্রত রেখে এ কাজ করা যায়, তাহলে দুনিয়া ও আখেরাতে এর সুফল লাভ হয়। কিন্তু যদি এ কাজে অনিয়ম ও দায়িত্বহীনতা চলে আসে তাহলে তার ফলাফল অতি মারাত্মক হয়ে থাকে। কোনো কোনো সময় এটা জাতির অধঃপতনের কারণ হয়।
ভারতের বিখ্যাত বুযুর্গ ব্যক্তিত্ব হযরত মাওলানা ক্বারী সাইয়্যেদ সিদ্দীক আহমাদ ছাহেব বান্দাভী রহ. রচিত آداب المعلمين (“আদাবুল মুআল্লিমীন : শিক্ষকতার আদাব ও নিয়ম-নীতি”) এ যেন মণি-মুক্তোর এমন একটি মালা যে, শিক্ষকতার ক্ষেত্রে যে কেউ এ আদাবের অনুসরণ করবে, ইনশাআল্লাহ সে-ই সফল ও আদর্শ শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করবে।