ইসলামের দৃষ্টিতে মোসাফাহ [Islamer Drishtite Mosafah]
Click Image for Gallery
যখনই দুই মুসলমান একত্র হবে তখন একে অন্যকে সালাম করবে এবং একে অপরের সাথে দুই হাতে মোসাফাহা করবে। এটা ইবাদত, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক। দুই হাতে মোসাফাহ্ করা মুসলমানদের একটি মুতাওয়ারেস (ধারাবাহিক) আমল। ব্রিটিশ আমলের পূর্বে কোনো ইসলামী কিতাবে দুই হাতে মোসাফাহ্ করাকে খেলাফে সুন্নাত বা বিদায়াত বলা হয়নি। আহলে হাদীস বন্ধুরা মুসলমানদের মুতাওয়ারেস (ধারাবাহিক) আমল দুই হাতে মোসাফাহ্ করাকে বিদা‘আত ও খেলাফে সুন্নাত বলে আখ্যায়িত করে থাকেন। এটা দলীলবহির্ভূত একটি ভিত্তিহীন দাবি। এ বিষয়টি এ কিতাবে সংক্ষেপে আলোচনা করা হয়েছে।