ইসলামের সামাজিক আদাব
Click Image for Gallery
ইসলামী আদাবের গুরুত্ব ও অপরিহার্যতার কারণেই যুগে যুগে প্রায় সকল মুহাদ্দিস নিজ নিজ হাদীসগ্রন্থসমূহে আদাবের উপর স্বতন্ত্র অধ্যায় রচনা করেছেন। পাশাপাশি প্রত্যেক যুগের উলামায়ে কেরাম সাধারণ মুসলমানের সহজতার জন্য আঞ্চলিক ভাষায়ও ইসলামী আদাবের উপর অসংখ্য ছোট-বড় গ্রন্থ লিখেছেন ।
সেই পরম্পরায় আরবের প্রখ্যাত মনীষী; হাদীস, ফিকহ ও উলূমুল হাদীসের পথিকৃৎ, উলামায়ে দেওবন্দের আশেক ও প্রিয়ভাজন শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.-ও ‘মিন আদাবিল ইসলাম' নামে এক অনন্য পুস্তিকা রচনা করেছেন ৷
পুস্তিকাটি অনন্য এ কারণে যে, এতে প্রচলিত ধারার আদাবের কথা উল্লিখিত হয়নি। বরং সামাজিক যে সমস্ত আদাবের ব্যাপারে পরিবার ও সমাজে অবহেলা করা হয়, কিংবা যেগুলোর অনুধাবন ও অনুশীলনে বিশিষ্ট শ্রেণি, এমনকি কতক আহলে ইলমও ভুল বুঝাবুঝি বা গলদ পন্থার শিকার হন, সেগুলোই তিনি বেছে বেছে এখানে উল্লেখ করেছেন।