কুরআনের অলৌকিকতা
আমরা বিশ্বাস করি, পবিত্র কুরআন মাজীদ এক বিস্ময়কর মু‘জেযা। এটি সামগ্রিকতার বিবেচনায় যেমন মু‘জেযা আংশিকের বিবেচনাতেও তেমনি মু‘জেযা অর্থাৎ কুরআনের প্রতিটি আয়াতই মু‘জেযা। কিন্তু এমন মানুষের সংখ্যা নিতান্তই কম যাদের দৃষ্টিতে কুরআন মাজীদের প্রতিটি আয়াতই স্বতন্ত্র মু‘জেযা। এর ই‘জায বা অলৌকিকত্ব বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় এমনভাবে প্রকাশ পায় যার সাথে সূর্যের তুলনা করাও বেআদবির নামান্তর। তিলাওয়াতের সময় মনে হতে থাকে, এটি কুরআনুল কারীমের এক অনন্য বৈশিষ্ট্য- একবার নয়, শতবার নয় হাজার বারও যদি পড়া হয় তবুও মনে হবে এ কুরআন যেন আজই অবতীর্ণ হলো।
পবিত্র কুরআন মাজীদ পরিপূর্ণ এক রত্নভান্ডার, এক অথৈ সমুদ্র। এতে সজীব, খাঁটি ও মূল্যবান মণি-মুক্তার কোনো কমতি নেই। মানবজগতের প্রতিটি বংশের প্রতিটি সদস্যকেও যদি এ থেকে দেওয়া হতে থাকে তবুও এর রত্নভান্ডার ফুরাবে না।