তালিবানে ইলমের রাহে মনযিল [Talebane Ilmer Rahe Manjil]
Click Image for Gallery
দ্বীনী মাদরাসার ছাত্র ও শিক্ষকদের রাহনূমাস্বরূপ এই সংক্ষিপ্ত পুস্তিকায় তালেবে ইলমের পরিচয় ও মর্যাদা, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সারগর্ভ বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা প্রত্যেক তালেবে ইলমের জন্য অবশ্যপাঠ্য। আশা করা যায় এ কিতাব পাঠে তালিবুল ইলমগণ নিজ গন্তব্যের স্বচ্ছ ধারণা লাভ করবে। লাভ করবে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার অব্যাহত চেষ্টার প্রেরণা।