শরীয়তের বিধি-বিধান ও তার দাবী [ভাষণসমগ্র-5]

-50% শরীয়তের বিধি-বিধান ও তার দাবী [ভাষণসমগ্র-5]

মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি এমন এক বিরল, বিস্ময়কর ইলমী ব্যক্তিত্ব, যাকে কেবল এ উপমহাদেশের উলামায়ে কেরামই চিনেন এমন নয়। বরং সমগ্র মুসলিম বিশ্বের উলামায়ে কেরাম এমনকি অনেক অমুসলিম দেশের সচেতন শিক্ষিত লোকেরাও তাঁর সম্পর্কে জানেন, তাঁকে চেনেন এবং তাঁর রচনা ও বক্তৃতা দ্বারা উপকৃত হন।
তিনি আমাদের এই উপমহাদেশের গৌরব ও সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা তাঁকে এমন সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন যে, সমগ্র মুসলিম বিশ্বের প্রায় সকল জ্ঞানী-গুণীর তিনি আস্থা, ভক্তি-শ্রদ্ধার বরং ভালোবাসার পাত্র।
আল্লাহ তাআলা তাঁকে একই সাথে মজবুত আকীদা-বিশ্বাস, অন্তর্দৃষ্টিসম্পন্ন হৃদয়, রচনা ও বক্তৃতার ঈর্ষণীয় দক্ষতা দান করেছেন। আলহামদু লিল্লাহ তিনি সমগ্র জীবন সারা বিশ্বের আনাচে-কানাচে ছুটে গিয়ে লোকদেরকে তাদের দায়িত্ব-কর্তব্য, করণীয় ও বর্জনীয় বিষয়ে হৃদয়ের সবটুকু দরদ ও ভালোবাসা দিয়ে বার বার সতর্ক করেছেন। উর্দূ, আরবী ও ইংরেজি ভাষায় তাঁর বলিষ্ঠ কলমের ফসল, বিভিন্ন বিষয়ে লিখিত শত শত কিতাব সমগ্র বিশ্বের সচেতন মানুষের মধ্যে আলোড়ন ও জাগরণ সৃষ্টি করেছে। বর্তমান কর্তব্য সম্পর্কে তারা যেমন তৎপর হয়েছেন, ভবিষ্যৎ সম্পর্কেও সচেতন হয়েছেন।
হযরত-রচিত কিতাব-পত্র যেমন পৃথিবীর অনেক ভাষায় অনূদিত হয়ে মানুষকে উপকৃত করছে, তদ্রুপ হযরত রহ.-এর বায়ান সংকলন “খুতবাতে আলী মিয়াঁ রহ.”-ও অসংখ্য পথহারা মানুষের পথ প্রাপ্তির কারণ এবং অসচেতন মানুষের ঘুমন্ত হৃদয়কে জাগরিত করার মাধ্যম হয়েছে।


Write a review

Please login or register to review
  • Tk. 790.00
  • Tk. 395.00

Tags: শরীয়তের বিধি-বিধান ও তার দাবী [ভাষণসমগ্র-5]