সীরাতুর রাসূল সা. [১ম খণ্ড]
Click Image for Gallery
হাতির তাণ্ডব
ভয়ে-আতঙ্কে থরথর করে কাঁপছে পাহাড়-পর্বত-সমভূমি। ভয়ংকর হস্তিবাহিনীর পায়ের নীচে কাঁদছে অসহায় মক্কা। আল্লাহর সম্মানিত ঘর কা'বা মাটির সাথে মিশেয়ে দিবে তারা। যেন ইয়েমেনের গিরিশ্রেণী আর 'মারিব বাঁধ' গড়িয়ে পড়েছে মক্কার উপর।
পাহাড়ের গুহায় গুহায়, চূড়ায় চূড়ায় আশ্রয় নিচ্ছে মক্কার বাসিন্দাগণ। এই বন্যার মোকাবেলা করা যে তাদের সাধ্যাতীত। কিন্তু কুরাইশনেতা আবদুল মুত্তালিব পলায়ন করেননি। তিনি সাহস সঞ্চয় করে প্রাণটা হাতের মুঠোয় নিয়ে হস্তিবাহিনীর দিকে অগ্রসর হলেন।
এর পর কি ঘটলো?
জানার জন্য পাঠ করুন