কুরআন-সুন্নাহর আলোকে পিতা-মাতার খেদমত [Pita Matar Khedmot ]
Click Image for Gallery
আল্লাহ তাআলার ইবাদতের পর পিতা-মাতার আনুগত্য সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়ার ন্যায় পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হওয়াও ওয়াজিব। সহীহ বুখারীর একটি হাদীছও এর পক্ষে সাক্ষ্য দেয়। হাদীছ শরীফে বর্ণিত হয়েছে, কোনো এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কাজ কোনটি? তিনি বললেন, (মুস্তাহাব) সময় হলে নামায পড়া। সে আবার প্রশ্ন করল, এরপর কোন কাজটি সর্বাধিক প্রিয়? তিনি বললেন, পিতা-মাতার সাথে সদ্ব্যবহার। (কুরতুবী)
পিতা-মাতার সাথে সদাচরণ করে কীভাবে দুনিয়ায় পরম শান্তি ও আখেরাতে জান্নাত লাভ হবে সে বিষয়টি এই পুস্তিকায় সংক্ষেপে আলোচনা করা হয়েছে।