আলহাজ্জুল মাবরূর
Click Image for Gallery
'হজ্জে মাবরূর' বা নেকীতে ভরা হজ্জ সেই হজ্জ, যা লোকদেখানো, যশখ্যাতি ও বড়াইয়ের জন্য করা হবে না। বরং শুধু এবং শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হবে। এবং তাতে কোনো ধরনের মন্দ কথা ও অশ্লীলতার আচরণ করা হবে না, গুনাহ থেকে বিরত থাকা হবে এবং ঝগড়া-বিবাদ পরিহার করে চলা হবে। এরূপ হজ্জকে 'হজ্জে মাবরূর' বলা হয়। তার বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা সবাইকে হজ্জে মাবরূর নসীব করুন