ঈমানের দাবী ও আমাদের জীবন [Imaner Dabi O Amader Jibon]
Click Image for Gallery
বিশ্বশ্রেষ্ঠ দ্বীনী বিদ্যাপিঠ হলো দারুল উলূম দেওবন্দ। তার বর্তমান স্বনামধন্য মুহতামিম হলেন হযরত মাওলানা মুফতী আবুল কাসেম নু‘মানী ছাহেব দা. বা.। তাঁর অন্যতম বৈশিষ্ট্য হলো মুসলিম উম্মাহর ইসলাহ ও সংশোধন, মুসলিম সমাজের তারাক্কী ও উন্নতির চিন্তা সবসময় তাঁকে অস্থির ও ব্যাকুল করে রাখে। সেই ব্যাকুলতায় তিনি নিরন্তর ছুটে যান দেশ থেকে দেশান্তরে। হাজির হন তাঁর মুসলিম ভাইদের দুয়ারে। দস্তক দেন তাদের হৃদয়মনের রূদ্ধদ্বারে। এবং হৃদয়ের সবটুকু আবেদন ও আকুতি দিয়ে তাদের আহ্বান করেন আলোর পথে, দিশার পথে। মুক্তির পথে, জাগরণের পথে। ফলে সে আহ্বানে আলোর দিকে ফিরে এসেছে আঁধারের কত মানুষ। দিশা পেয়েছে দিকভ্রান্ত কত মুসাফির। মুক্তির সন্ধান পেয়েছে ভ্রষ্টতার শিকার কত ভবঘুরে। জাগ্রত হয়েছে কত ঘুমন্ত-গাফেল ব্যক্তি।
জীবনজাগানিয়া তাঁর সে সকল আহবানের উপকারিতাকে আরও ব্যাপক-বিস্তৃত করার লক্ষ্যে, আরও অনেক মানুষের জীবনে আলো বিকিরণের লক্ষ্য এবং সে আলোকে আগত প্রজন্মেরও কাছে পৌঁছে দেওয়ার লক্ষে গ্রন্থের রূপ দান করা হয়েছে- খুতবাতে নু‘মানী দ্বিতীয় খণ্ড এর বাংলা রূপ “ঈমানের দাবী ও আমাদের জীবন”। এতে স্থান পেয়েছে- ঈমান-ইসলামের দাবী ও আবেদন, তাকওয়ার গুরুত্ব ও দাবী, আল্লাহ-রাসূলের মহব্বত ও ভালোবাসা, কুরআন হিফজের মহিমা ও উপকারিতা; চরিত্র, লেনদেন ও সমাজ সংশোধন, দুনিয়ার অস্থায়িত্ব এবং আখেরাতের হিসাবনিকাশ ইত্যাদি গুরুত্বপূর্ণ সমকালীন আরও অনেক বিষয়ের দরদমাখা বয়ান ও আহ্বান।
![ঈমানের দাবী ও আমাদের জীবন [Imaner Dabi O Amader Jibon] ঈমানের দাবী ও আমাদের জীবন [Imaner Dabi O Amader Jibon]](https://maktabatulashraf.com/image/cache/catalog/imaner%20dabi-600x600.jpg)