আল্লাহর প্রিয় হতে হলে... গুনাহ বর্জন করুন, নজরের হেফাজত করুন [Gunah Borjon Korun, Nojorer Hefajat Korun]
প্রত্যেক যুগে উম্মতের উলামা-মাশায়েখ আল্লাহর বান্দাদের বাহ্য ও আত্ম সংশোধনে নিয়োজিত ছিলেন। হিন্দুস্তানে হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর ইসলাহী মাজালিস যারা দেখেছেন তাদের কেউ কেউ এখনো বিদ্যমান আছেন। ফয়েয ও কল্যাণের আধার– এই মহাসংস্কারকের লাগানো চারাগুলো মহীরুহ হয়ে আজও মুসলিম উম্মাহর পথনির্দেশ করে যাচ্ছেন। তাঁদের ইসলাহী মজলিসগুলো মুসলমানদের জন্য নিঃসন্দেহে অনেক বড় নেয়ামত।
সে সকল মজলিসেরই পরম্পরায়, আমার শায়খ ও মুরশিদ হযরত মাওলানা মুফতী রশীদ আহমাদ ছাহেব দামাত বারাকাতুহুমের ইসলাহী মাজালিসকে আল্লাহ তাআলা মুসলমানদের বাহ্যিক আমল ও আত্মশুদ্ধির জন্য মোক্ষম দাওয়াইতুল্য বানিয়েছেন।
‘নজরের হেফাজত করুন’ শীর্ষক তাঁর বয়ান শোনার পর এক ব্যক্তি জানিয়েছেন, এর বরকতে চল্লিশ বছরের আধ্যাত্মিক রোগীরও সংশোধন হয়ে গেছে। আরও একজন বলেছেন, ওই আলোচনার কল্যাণে আল্লাহ তাআলা কুদৃষ্টির কয়েকজন পুরনো রোগীকে আরোগ্য দান করেছেন। তাই সে বয়ানটিও অধিক হারে প্রচার-প্রসার করা উচিত।
![আল্লাহর প্রিয় হতে হলে... গুনাহ বর্জন করুন, নজরের হেফাজত করুন [Gunah Borjon Korun, Nojorer Hefajat Korun] আল্লাহর প্রিয় হতে হলে... গুনাহ বর্জন করুন, নজরের হেফাজত করুন [Gunah Borjon Korun, Nojorer Hefajat Korun]](https://maktabatulashraf.com/image/cache/catalog/gunah%20final-600x600.jpg)