জান্নাতের সহজ পথ [Jannater Sohoj Path]
পরিমার্জিত দ্বিতীয় সংস্করণ
এই সফলতা অর্জনের জন্য কুরআন ও সুন্নাহয় মুমিন বান্দাকে উজ্জ্বল ও সরল পথ নির্দেশ করা হয়েছে। যে পথে চলে সে সহজে তার স্বপ্নের জান্নাতে পৌঁছাতে পারে। এমনিতে কুরআন-সুন্নাহর সকল নির্দেশনাই সহজ, সমুজ্জল এবং হেদায়াত ও সফলতার মাধ্যম, কিন্তু সেসবের মধ্যে কিছু নির্দেশনা, কিছু আমল এমন আছে, যেগুলো মূলের ভূমিকা রাখে এবং যেগুলো অন্যান্য নির্দেশনার পথে চলাকে আরও সুগম, সুখকর ও গতিময় করে। ফলে জান্নাতের প্রতি মুমিনের গন্তব্য আরও নিশ্চিত ও নিকটবর্তী হতে থাকে।
জান্নাতের নিকটবর্তী করতে পারে ওরকমই চারটি সোনালি আমলের আলোচনা উঠে এসেছে আমাদের বর্তমান পুস্তিকা “জান্নাতের সহজ পথ”-এ। এটি মূলত বর্তমান মুসলিম উম্মাহর অন্যতম মুরুব্বী, মুফতিয়ে আযম পাকিস্তান, হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ রাফী‘ উসমানী দামাত বারাকাতুহুম-এর একটি বয়ানের লেখ্যরূপ, যা তিনি “সিয়ানাতুল মুসলিমীন” পরিষদের আন্তর্জাতিক সেমিনারে পেশ করেছিলেন। এ বয়ানে তিনি বলেছেন, এ চার আমল শুধু জান্নাতের পথকেই সহজ করে না; বরং এ পার্থিব জীবনকেও জান্নাতের নমুনা বানিয়ে দেয়। বান্দা দুনিয়াতেই জান্নাতী স্বাদ ও মজা অনুভব করতে থাকে!
![জান্নাতের সহজ পথ [Jannater Sohoj Path] জান্নাতের সহজ পথ [Jannater Sohoj Path]](https://maktabatulashraf.com/image/cache/catalog/jannater%20poth-600x600.jpg)