তোহফাতুল আখতার (পরিমার্জিত সংস্করণ) [Tohfatul Akhtar]
Click Image for Gallery
আল্লাহ্ পাকের নৈকট্য লাভের অন্যতম উপায় যিকরুল্লাহয় ব্যস্ত থেকে এবং গোনাহ থেকে আত্মরক্ষা করে কীভাবে আল্লাহ্ পাকের ভালোবাসা লাভ করা যায় তার বিবরণ এ কিতাবে বিস্তারিতভাবে প্রদান করা হয়েছে। সাথে সাথে এ আলোচনাও করা হয়েছে যে, তাওবা কেবল একটি গুরুত্বপূর্ণ ইবাদতই নয়, বরং এটি সকল কল্যাণের দ্বার উন্মোচনকারী একটি বিশেষ আমল, জীবনের শেষ দিনগুলোতে এর প্রয়োজনীতা অপরিসীম। তাওবা দ্বারা একজন গুনাহ্গার বান্দাও আল্লাহ তাআলার দোস্তদের সারিতে এসে যায়। এ গুরুত্বপূর্ণ বিষয়টির আলোচনা এই পুস্তকে সংক্ষেপে সুন্দরভাবে করা হয়েছে।
![তোহফাতুল আখতার (পরিমার্জিত সংস্করণ) [Tohfatul Akhtar] তোহফাতুল আখতার (পরিমার্জিত সংস্করণ) [Tohfatul Akhtar]](https://maktabatulashraf.com/image/cache/catalog/tohfa-600x600.jpg)