নূরানী দোয়া [Norani Dua]
Click Image for Gallery
বর্তমান বস্তুবাদী ধ্যান-ধারণার যুগে আমাদের চিন্তা-চেতনা থেকে দুআ ও যিকিরের গুরুত্ব ক্রমেই হারিয়ে যাচ্ছে এবং এ বিষয়ে উদাসীনতা ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে। এখন এর গুরুত্ব প্রকাশ পায় বিশেষ বিশেষ সময়ে দুআর আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে আর কোনো কোনো মহলে তো এই উদাসীনতা উন্নাসিকতার পর্যায়ে পৌঁছেছে। তারা নিজেরা এই গুরুত্বপূর্ণ আমলের প্রতি যত্মবান হওয়ার পরিবর্তে যারা এ ব্যাপারে যত্নবান তাদেরকে উপহাসের দৃষ্টিতে দেখে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং পুরো মুসলিম উম্মাহকে দুআ ও যিকিরের গুরুত্ব অনুধাবন করার এবং আদব ও শর্তসমূহের প্রতি লক্ষ রেখে এই গুরুত্বপূর্ণ আমলের প্রতি যত্নবান হওয়ার তাওফীক দান করুন।
![নূরানী দোয়া [Norani Dua] নূরানী দোয়া [Norani Dua]](https://maktabatulashraf.com/image/cache/catalog/nurani%20dua%20new-600x600.jpg)