বড়দের নির্বাচিত বাণী ও বিস্ময়কর ঘটনাবলি [Boroder Nirbachito Bani O Bissoykor Ghotonabori]
Click Image for Gallery
আল্লাহ তাআলা যখন কোনো বান্দার মাধ্যমে দীনের খেদমত এবং মানুষের ইসলাহের কাজ নেন, তখন তার কলব ও যবানে এমন প্রাজ্ঞচিত কথা ঢেলে দেন, যা মানুষের অন্তরে আছর করার বিশেষ যোগ্যতা রাখে। অনেক সময় তা ছোট ছোট বাক্য, সহজ-সরল কথা কিংবা চটি চুটকি হয়। কিন্তু শ্রোতা বা পাঠকের মনে তা এমন আলোড়ন সৃষ্টি করে যে, তার চিন্তার রোখই বদলে যায় এবং জীবনের গতি তার ঘুরে যায়।
অনেক সময় এমনও হয় যে, কোনো ব্যক্তির অন্তরে দীর্ঘদিন ধরে যে খটকা কাঁটার মতো বিঁধে আসছিল, তা এরকমই কোনো আল্লাহওয়ালার ছোট্ট একটি বাক্যে সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়। ফলে সে ব্যক্তির স্বস্তি ও প্রশান্তি নসীব হয়ে যায়।
এজন্যই এরকম বুযুর্গদের সান্নিধ্যকে শত বছরের লৌকিকতামুক্ত ইবাদত থেকে উত্তম বলা হয়েছে। আর যদি তাঁদের সরাসরি সান্নিধ্য অর্জন না হয় তাহলে তাঁদের এজাতীয় বাণীসমূহের অধ্যয়নও অনেক সময় তাঁদের সোহবতের কাজ দেয়। এ কারণেই পুণ্যবান মহামনীষীগণের বাণী ও উক্তি সংরক্ষণের প্রতি সব যুগেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যাতে তা ভবিষ্যত প্রজন্মের জন্যও হিদায়াতের আলো সঞ্চার করতে থাকে।
![বড়দের নির্বাচিত বাণী ও বিস্ময়কর ঘটনাবলি [Boroder Nirbachito Bani O Bissoykor Ghotonabori] বড়দের নির্বাচিত বাণী ও বিস্ময়কর ঘটনাবলি [Boroder Nirbachito Bani O Bissoykor Ghotonabori]](https://maktabatulashraf.com/image/cache/catalog/boro%20cover%20final-600x600.jpg)