হেদায়েতের জন্য কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ উভয়টিই জরুরি [Hedayeter jonno Kitabullah o Rijalullah uvoyti joruri]

-50% হেদায়েতের জন্য কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ উভয়টিই জরুরি [Hedayeter jonno Kitabullah o Rijalullah uvoyti joruri]

পৃথিবীর সূচনাকাল থেকে আল্লাহ পাক হেদায়াতের দুটি ধারা অব্যাহত রেখেছেন। একটি ধারার নাম হলো, কিতাবুল্লাহ। আর অপর ধারার নাম হলো, রিজালুল্লাহ।

আল্লাহ পাক যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য বিভিন্ন নবী-রাসূল আলাইহিমুস সালামকে প্রেরণ করেছেন এবং তাঁদের কারো কারো প্রতি কিতাব নাযিল করেছেন। এভাবে উপরিউক্ত দু-ধারার সমন্বয়ে হেদায়েতের পথ উদ্ভাসিত হয়েছে। 

এ দুটি ধারার মধ্যে আবার রিজালুল্লাহর গুরুত্ব অধিক হওয়ায় বিভিন্ন সময় এমনও হয়েছে যে, আল্লাহ পাক নবী তো পাঠিয়েছেন কিন্তু তাঁর উপর নতুন কোনো কিতাব নাযিল করা হয়নি। বরং তাঁকে পূর্বের কিতাব অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এমন কখনো ঘটেনি নবী ছাড়াই কিতাব নাযিল করা হয়েছে। এতে বোঝা যায় রিজালুল্লাহর গুরুত্ব বেশি।

অথচ সঠিক পথ হতে বিচ্যুত কিছু অজ্ঞ লোক মানুষকে রিজালুল্লাহ্ থেকেই বিচ্ছিন্ন করতে চায়। এমনটি হলে দ্বীন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার সম্ভাবনা হয় প্রবল এবং মানুষের ধর্মীয় দিকটি মারাত্মক ঝুঁকিতে পড়ে যায়।

আমাদের এ পুস্তকে সংক্ষিপ্তাকারে এ বিষয়টি বুঝানোর চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে যে সকল অপপ্রচার একশ্রেণির লোক চালিয়ে থাকে, তাদের সে সকল বাড়াবাড়ির উত্তরও সুন্দরভাবে দেওয়া হয়েছে।

Write a review

Please login or register to review
  • Tk. 70.00
  • Tk. 35.00

Tags: Hedayeter jonno Kitabullah o Rijalullah uvoyti joruri]