দৈনন্দিন আমল ও আত্মশুদ্ধির সংক্ষিপ্ত সিলেবাস

দৈনন্দিন আমল ও আত্মশুদ্ধির সংক্ষিপ্ত সিলেবাস

“দৈনন্দিন আমল ও আত্মশুদ্ধির সংক্ষিপ্ত সিলেবাস” শীর্ষক কিতাবটি কলেবরে ছোট হলেও বিষয়বস্তু ও কার্যকারিতার দিক থেকে বৃহৎ কলেবরের গ্রন্থের চেয়েও বেশি উপকারী। কিতাবটি মূলত হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির আত্মশুদ্ধি বিষয়ক শিক্ষামালার সারনির্যাস। যা তাঁরই হাতেগড়া খলীফা আরেফবিল্লাহ হযরত ডাক্তার আবদুল হাই আরেফী রহমাতুল্লাহি আলাইহির বয়ান। যার সার্বিক সম্পাদনা ও ব্যবস্থাপনার কাজ আঞ্জাম দিয়েছেন তরজুমানে থানভী শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী দামাত বারাকাতুহুম।

এতদিন (প্রায় সাতাইশ বছর) যাবৎ আমরা এটি আমাদের ইসলাহে নফস-বিষয়ক বিখ্যাত কিতাব “আত্মশুদ্ধি” নামক বইয়ের অংশ হিসেবে প্রকাশ করছিলাম। শুরু থেকেই আমাদের শুভানুধ্যায়ীদের দাবি ছিল—এটি পৃথকভাবে প্রকাশ করার। আলহামদুলিল্লাহ দীর্ঘ সাতাইশ বছর পরে বিস্তর পরিমার্জন ও সম্পাদনার পর পুস্তিকাটি স্বতন্ত্রভাবে সুন্দররূপে প্রকাশের উদ্যোগ আমরা নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা কবুল ও মাকবুল করুন।

পরিমার্জন ও সম্পাদনার এ কঠিন কাজটি সুন্দররূপে আঞ্জাম দিয়েছেন আমাদের দারুত তাসনীফের সাথি ও সম্পাদনা বিভাগের দায়িত্বশীল, মুহতারাম মাওলানা আবদুল্লাহ মারূফ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা তাকে উত্তম বিনিময় দান করুন।

আমাদের নিকট এ কিতাবের মূল যে কপিটি আছে, তা এপ্রিল ১৯৮৫ ঈসাব্দে, করাচীর বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান “তাজ কোম্পানি লিমিটেড” কর্তৃক দুই রঙে প্রকাশিত। সেই সময়ই ষষ্ঠ মুদ্রণ হিসেবে পুস্তিকাটি দশ হাজার কপি ছাপা হয়েছিল। পরবর্তীতে কত বার কত হাজার কপি ছাপা হয়েছে, তা আমাদের জানা নেই।

আমরা এ কিতাবের শেষে “সংযোজন-১” নামের সালাতুত তাসবীহ আদায়ের পদ্ধতি এবং ‘সংযোজন-২’ নামে হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর বিখ্যাত পুস্তিকা ‘কসদুস সাবীল’ থেকে চার প্রকার লোকের আমলপঞ্জি সংযুক্ত করেছি।


পড়ে দেখুন

Write a review

Please login or register to review
  • Tk. 150.00

Tags: ইসলামী বই, আত্মশুদ্ধি, দৈনন্দিন আমল, তাজকিয়া, ইসলা‌হে নফস, আশরাফ আলী থানভী, তাকি উসমানী, ড. আবদুল হাই আরেফী, সূফী শিক্ষা, আত্মিক উন্নয়ন, আমলনামা, আমলপঞ্জি, সালাতুত তাসবীহ, কসদুস সাবীল, দাওয়াহ বই, হাকীমুল উম্মত, ইসলামী সিলেবাস, আধ্যাত্মিক চর্চা, দ্বীনি শিক্ষা, ইসলামী প্রকাশনা