মাআসিরে হাকীমুল উম্মত
Click Image for Gallery
“কেউ যদি হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহি-এর সকল রচনা এবং বয়ান ও মালফূযাতের সার সংক্ষেপ জানতে চায় তাহলে এই চারটি কিতাব
১. মাজালিসে হাকীমুল উম্মত
৩. মাআরেফে হাকীমুল উম্মত এবং
৪. মাআসিরে হাকীমুল উম্মত পাঠ করলেই জানতে পারবে।
আলহামদুলিল্লাহ আমরা ইতাপূর্বে “মাজালিসে হাকীমুল উম্মত”, “বাছয়েরে হাকীমুল উম্মত” এবং “মাআরেফে হাকীমুল উম্মত” গ্রন্থত্রয়ের অনুবাদ প্রকাশ করেছি।
দীর্ঘদিন যাবত আমাদের অনেক হিতাকাঙ্ক্ষী পাঠক “মাআসিরে হাকীমুল উম্মত”-এর অনুবাদ প্রকাশের জন্য অনুরোধ করছিলেন। আমরা তাদের অনুরোধ ও পরামর্শকে আমলে নিয়ে এ কিতাবের অনুবাদ আমাদের পরম শ্রদ্ধেয় মুরুব্বী হযরত মাওলানা মুহাম্মাদ জালালুদ্দীন ছাহেব দামাত বারাকাতুহুমের মাধ্যমে সম্পন্ন করি।
