সীরাত অফার (রবিউল আউয়াল ১৪৪৬ হি.)

সীরাত অফার (রবিউল আউয়াল ১৪৪৬ হি.)
অভাবনীয় অফার! অভাবনীয় অফার!! অভাবনীয় অফার!!!
মাহে রবিউল আউয়াল জুড়ে থাকছে অভাবনীয় অফার। যে কোনো মূল্যের সীরাতগ্রন্থ ক্রয়ে পাবেন নিশ্চিতরূপে ৫০/= টাকা মুদ্রিত মূল্য হতে ৫৮০/= টাকা মুদ্রিত মূল্যের একটি বই বিনা মূল্যে হাদিয়া।

নিয়মাবলী

১. এ অফার পহেলা রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী হতে রবিউল আউয়াল ১৪৪৬ হিজরীর শেষ তারিখ পর্যন্ত চলবে।

২. এ অফার কেবল আমাদের পেইজ, ওয়েবসাইট এবং মাকতাবা থেকে ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

৩. ইসলামিক ফাউন্ডেশন বই মেলায় আমাদের বিক্রয়কেন্দ্র হতে ক্রয়ে এ অফার প্রযোজ্য হবে।

৪. এক মেমোতে একটি হাদিয়া প্রযোজ্য। (চাই যত টাকার বই ক্রয় করা হোক না কেনো)

৫. ৩৩ খানা বইয়ের নাম লেখা (একেক চিরকুটে ১টি বইয়ের নাম লেখা) চিরকুট ক্রেতা নিজ হাতে তুলবেন। যে বইয়ের নাম লেখা থাকবে কেবল সেটিই হাদিয়া পাবেন। কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না। এক ম্যামোতে একাধিকবার সুযোগ নেয়া যাবে না।

৬. ফেসবুক পেইজ বা ওয়েবসাইটে যারা অর্ডার করবেন তাদের জন্য অর্ডার ফর্মে কেবল নম্বর দেওয়া থাকবে। সেই নম্বর অনুপাতে আমাদের নিকট বইয়ের তালিকা থাকবে, সে অনুপাতে বই পাবেন। প্রতিদিন রাত ১২টা ১ মিনিটে নতুন তালিকা ও নম্বর দেওয়া হবে, যা পরদিন রাত ১২টা পর্যন্ত প্রযোজ্য হবে।

৭. রবিউল আউয়াল মাস শেষ হলে এ মাসের সকল ক্রেতার মধ্যে আরেকটি লটারী হবে। সেখানে ক্রেতাদের মধ্য হতে তিনজনকে পুরস্কৃত করা হবে। ১ম বিজয়ী পাবেন দশ হাজার টাকা মুদ্রিত মূল্যের কিতাব। ২য় জন পাবেন সাত হাজার টাকা মুদ্রিত মূল্যের কিতাব। ৩য় জন পাবেন পাঁচ হাজার টাকা মুদ্রিত মূল্যের কিতাব।

৮. সকল বিষয়ে মাকতাবাতুল আশরাফ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

৩৩খানা হাদিয়া বইয়ের নম্বর

1713192531

2

814202632
3915212733
410162228
511172329
612182430

Write a review

Please login or register to review
  • Product Code: সীরাত অফার (রবিউল আউয়াল ১৪৪৬ হি.)
  • Availability: In Stock
  • Tk. 0.00

Tags: সীরাত অফার (রবিউল আউয়াল ১৪৪৬ হি.)