সুখী পরিবার গঠনের রূপ-রেখা - ১ম খণ্ড
Click Image for Gallery
পরিবার ও আত্মীয়তার বন্ধন আল্লাহপাকের এক বিশেষ নিআমত। কিন্তু যদি পরস্পরের লেনদেনে স্বচ্ছতা না থাকে তাহলে আত্মীয়তার পরিবর্তে শত্রুতা সৃষ্টি হয়, যা এক সময় ভয়ংকর রূপ ধারণ করে পরস্পর সম্পর্ক নষ্ট করে দেয়।
এ কিতাবে বর্ণিত বিষয়গুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সর্বপ্রকার পারিবারিক কলহ দূর হয়ে পরিবারের সদস্যদের মধ্যে মধুময় সম্পর্ক স্থাপিত হবে।
