ইসলামের সৌন্দর্য ১ম খণ্ড [Islamer Sondorjo 1st part]
Click Image for Gallery
ইসলাম ধর্ম যেমন সৌন্দর্যমণ্ডিত ও যৌক্তিক, তদ্রূপ তার সকল বিধি-বিধানের মধ্যেও রয়েছে অপার সৌন্দর্য ও যৌক্তিকতা। মানুষ যখন তা পূর্ণরূপে অনুধাবন করে, তখন তার জন্য সে সকল বিধান মেনে চলাটা অনেক সহজ হয়ে যায়। সবকিছুর বিনিময়ে হলেও সে ইসলামকে জীবনের সকল অঙ্গনে বাস্তবায়ন করে সফলতা লাভ করতে প্রয়াসী হয়। হাকীমুল উম্মত হযরত থানভী রহ. তার এ বয়ানে মূলত ইসলামী বিধানের সৌন্দর্য ও কল্যাণ আর তা অমান্য করার ক্ষতি ও বিপর্যয়ের বিবরণ সবিস্তারে আলোচনা করেছেন।
![ইসলামের সৌন্দর্য ১ম খণ্ড [Islamer Sondorjo 1st part] ইসলামের সৌন্দর্য ১ম খণ্ড [Islamer Sondorjo 1st part]](https://maktabatulashraf.com/image/cache/catalog/Islamer%20sondorjo%202-600x600.jpg)